প্রিয়াঙ্কাকে নিয়ে গান বাঁধলেন নিক জোনাস

স্ত্রী প্রিয়াঙ্কাকে যে কতটা ভালোবাসেন নিক জোনাস, তার প্রমাণ আগেও দিয়েছেন নিক৷ সোশাল মিডিয়ায় নানা পোস্টে, নিক বার বার নানা ভাবে প্রকাশ করেছেন স্ত্রীয়ের প্রতি তাঁর ভালোবাসা৷ তবে এবার একেবারে নতুনভাবে গোটা বিশ্বকে নিক জানিয়ে দিলেন, প্রিয়াঙ্কা ছাড়া তিনি একেবারেই থাকতে পারবেন না !

গপ্পোটা হল, মুক্তি পেয়েছে নিক জোনাসের অ্যালবাম ‘স্পেসম্যান৷’ আর এখন এই অ্যালবামের গানই দারুণ ভাইরাল হয়েছে নেটপাড়ায়৷ আর এই গানেই প্রিয়াঙ্কার প্রতি প্রেম উজাড় করেছেন নিক জোনাস৷

শ্রোতারা বলছেন, নিকের এই গান হতাশায় ভরা৷ প্রেম মাখানো বিরহের সুরেই বেঁধেছেন এই গান নিক জোনাস৷ গানে এসেছে করোনা আবহও৷ তবে এ সবের মাঝখানে গানের মধ্যে দিয়ে স্ত্রীকে পাশে পাওয়ার কথাও বার বার জানিয়েছেন নিক জোনাস৷

নিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পুরো গানটাই লেখা আমার একমাত্র প্রেম স্ত্রী প্রিয়াঙ্কার জন্য৷ প্রিয়াঙ্কাই এ ব্যাপারে আমার অনুপ্রেরণা৷’
Read More News

গত কয়েক মাস ধরে স্ত্রী প্রিয়াঙ্কার থেকে দূরে আছেন নিক৷ সেই বিরহ থেকেই এই গান বেঁধেছেন তিনি৷ গানে একেবারেই স্পষ্ট হয়েছে, প্রিয়াঙ্কার প্রতি নিকের প্রেমের টান৷ নিক স্পষ্টই জানিয়েছেন, প্রিয়াঙ্কাকে ছাড়া থাকা অসম্ভব৷

অন্যদিকে প্রকাশ পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার অটোবায়োগ্রাফি আনফিনিশড৷ ইতিমধ্যেই বইটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পাঠককূলে৷ এ বইয়ের প্রায় প্রত্যেকটি পাতাই বিতর্কীত বলে দাবি করেছেন অনেকে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *