ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পেছনে থেকে এবারের ব্যালন ডি’অরে দ্বিতীয় হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে এক রাশ হতাশা প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে ফিফার বর্ষসেরার পুরস্কার ঠিকই জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এবারই প্রথম ফিফার এই পুরস্কার জিতলেন ভিনি।
কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের ফাইনাল খেলতে রিয়াল এখন দোহায় অবস্থান করছে বিধায় মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নিয়েছেন ভিনিসিয়ুস।
Read More News
গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অনবদ্য অবদান রাখেন ভিনিসিয়ুস। ৩৯ ম্যাচে তার গোল ছিল ২৪টি।
ভিনি পেছনে ফেলেছেন রদ্রি ও জুড বেলিংহামকে।
বছরের সেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলোত্তি। গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেস। সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো।