আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ফ্লোরিডার অভিজাত এলাকা হিসেবে পরিচিত ফোর্ট মায়ার্সের ক্লাব ব্লু-বার অ্যান্ড গ্রিলের পার্কিং লটে রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
Read More News
ফোর্ট মায়ার্সের পুলিশ বিভাগ দুজন নিহতের খবর নিশ্চিত করেছে। তবে হামলার কারণ এবং হামলাকারী সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো কিছুই জানায়নি পুলিশ। এ ছাড়া ক্লাবটির ভেতরে এখনো কেউ জিম্মি আছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।