সম্প্রতি অন্তর্জালে সুহানা খানের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে পার্টি উদযাপন করছেন তিনি। লালরঙা টিউব টপ আর কালো শর্টসে সুহানাকে দারুণ লাগছে। কিন্তু ‘বিদেশিদের’ সঙ্গে তাঁর পোজ ভালোভাবে নেয়নি নেটিজেনরা। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সুহানা, এটা পশ্চিমা সংস্কৃতি। ভুলে যেও না তুমি ভারতীয় এবং এসব ভারতীয় সংস্কৃতির নয়।
ছবিতে দেখা যাচ্ছে, সুহানার ছেলেবন্ধুরা উদোম গায়ে রয়েছেন মেয়েবন্ধুরাও। তবে তাঁদের খোলামেলা পোশাক মেনে নিতে পারছেন না নেটিজেনরা।
Read More News
অভিনয়ে দক্ষ সুহানা খান। লন্ডনের থিয়েটারে একাধিক শো করেছেন। নাচেও সমান দক্ষ। কয়েক দিন আগে নেচে অন্তর্জালে উত্তাপ ছড়িয়েছেন শাহরুখকন্যা। ভাইরাল ভিডিওতে সুহানা খানকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা যায়। তাঁর খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। একটি জন্মদিনের পার্টিতে নাচেন তিনি।
যেকোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানা খানকে। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশনসচেতন। তাঁর রূপে মুগ্ধ অগণিত ভক্ত। সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন।
গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের।