বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা

বরগুনা সরকারি কলেজের সামনে গতকাল বুধবার সকালে প্রকাশ্যে স্ত্রীর সামনে তাঁর স্বামী নেয়াজ রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুই সন্ত্রাসী। নববধূ ও এক যুবক বাধা দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারেননি।

হামলার পর শরিফকে গুরুতর আহতাবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে শরিফের মৃত্যু হয়।
Read More News

শরিফকে কুপিয়ে হত্যার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, সন্ত্রাসী দুই যুবক ধারালো দা দিয়ে একের পর এক কোপাতে থাকে শরিফকে। এ সময় শরিফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি দুই সন্ত্রাসীকে বারবার প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

এ ঘটনাটি পুলিশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় ছিল। নিহত রিফাত শরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হালিম দুলাল শরিফ। বাবা-মায়ের একমাত্র ছেলে রিফাত।

বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত রিফাত শরিফের বাবা দুলাল শরিফ বাদী হয়ে মামলাটি করেন।

জেলা পুলিশ সুপার বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। আজ সকালে চন্দন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি এই মামলার ৪ নম্বর আসামি।

তবে মামলার তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম এবং চন্দনকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, আজ দুপুর নাগাদ শরিফের মরদেহ বরিশাল থেকে বরগুনায় আনা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। নিহতের জানাজা আজ বাদ আসর তাঁদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *