বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন মৃত ব্যক্তির গ্রামের বাড়ি পটুয়াখালীর ‘গলাচিপা’ লকডাউন করে দিয়েছে। এছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
Read More News
গলাচিপা থানার অফিসার জানান, বরিশাল হাসপাতালের করোনা ইউনিটে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তি (৪০) বরিশালের মুলাদি উপজেলায় একটি ব্যাংকে চাকরি করতেন। তার বাড়ি গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে। তিনি শ্বশুরবাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ‘সর্দি জ্বর কাশি’ নিয়ে শনিবার তিনি পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে অবস্থার অবনতি হলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। রবিবার সকালে তার মৃত্যু হয়। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ি গলাচিপার গ্রামের বাড়িতে ওই ব্যক্তির দাফনের ব্যবস্থা করা হয়েছে। দাফনের পরে বাড়িটি লকডাউন করা হয়েছে।