ঋতুরাজ বসন্তের প্রথম দিন। পহেলা ফাল্গুন। রঙিন হয়ে উঠেছিলো বরিশাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফুলের দোকান, রাস্তাঘাট, পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে বসন্তপ্রেমীদের উপচে পড়া ভিড়র দেখা গেছে।
বসন্তের আগমনী দিনটিকে স্মরণীর করে রাখতে বরাবরের মতো ঐহিত্যবাহী বরিশাল সরকারি মহিলা কলেজে এবারও বসন্ত উৎসব-১৪২৩ এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় সরকারি মহিলা কলেজের বকুলতলা আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবের উদ্ধোধন করেন প্রধান অতিথি শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে বসন্তবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম ইনামুল হাকিম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর শচীন কুমার রায়, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীরআলম সহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক এবং সরকারী কর্মকর্তারা।
Read More News
আবৃত্তি, নাচ, গান, অভিনয় এবং ফ্যাশন শো’সহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেন কলেজের শিক্ষার্থীরা। তবে শুধু কলেজের শিক্ষার্থী নয়, নিজ ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থী, অভিভাবক ও তাদের আত্মীয়-স্বজন এবং বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক এবং সরকারি কর্মকর্তারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সবাই ছিলেন বাসন্তি সাজে।