বাবরের রানে ফেরার রাতে সিরিজ পাকিস্তানের

কঠিন এক সময়ই পার করছিলেন বাবর আজম। এতটাই কঠিন সময় পার করেছেন যে সর্বশেষ ২২ ইনিংসে ছিল না তার কোনো ফিফটি। অবশেষে সেই অপেক্ষা ফুরিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের।

খেলেছেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

তার রানে ফেরার দিনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ নিশ্চিত করার ম্যাচে ৮১ রানের জয় পেয়েছে পাকিস্তান।
কেপটাউনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের প্রথম ৬ ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে।

যার ফলে ‘নিঃসঙ্গ শেরপার’ মতো একাই লড়াই করে যাওয়া হেনরিখ ক্ল্যাসেনের পাওয়া হয়নি ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্ল্যাসেন খেলেছেন ৯৭ রানের দারুণ এক ইনিংস। ১৩১.০৮ স্ট্রাইকরেটের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৮ চারে। পাকিস্তানের হয়ে ৪৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানোর অপেক্ষায় থাকা শাহীন শাহ আফ্রিদি।

Read More News

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটের দারুণ এক জুটিতে বড় স্কোরের ভিত পায় পাকিস্তান। ১১৫ রানের জুটি গড়ে সেই এনে দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। ৭ চারে বাবর ৭৩ রানে আউট হওয়ার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রিজওয়ানও। ৭ চার ও ৩ ছক্কায় ৮০ রানে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক।

শেষদিকে ১৯৬.৮৭ স্ট্রাইকরেটে ৬৩ রানের টর্নেডো ইনিংসে বড় স্কোর এনে দেন কামরান গুলাম।

ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৪ চারে। এমন ইনিংসের জন্য ম্যাচসেরার স্বীকৃতিও জুটে তার কপালে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অভিষিক্ত পেসার কিয়েনা মাফাকা। সিরিজের শেষ ওয়ানডে আগামী ২২ ডিসেম্বর জোহানেসবার্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *