করোনায় আক্রান্ত জনপ্রিয় ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। পরিচালক নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন বুধবার। ট্যুইটারে তিনি লেখেন, ‘‘আমি এবং আমার পরিবারের সদস্যরা কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম, আমাদের অল্প জ্বরও ছিল। সময় অপচয় না করে আমরা টেস্ট করিয়েছি। আজ রিপোর্টে করোনার অল্প সংক্রমণ পাওয়া গিয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি।’’
Read More News
রাজামৌলির এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়তে থাকে হাজার হাজার আরোগ্য বার্তা। তাঁর ভক্তরা পরিচালকের আরোগ্য কামনা করে ট্যুইট করেন। এরপরেই রাজামৌলি ফের ট্যুইট করে আশ্বস্ত করেন তাঁর ফ্যানদের। লেখেন, ‘‘আমরা সকলেই এখন ভাল আছি। করোনার লক্ষণ নেই। তবে সমস্তরকম সাবধানতা অবলম্বন করে চলছি। শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি, যাতে এরপর আমরা আমাদের প্লাজমা দান করতে পারি।’’
All of us are feeling better with no symptoms but are following all precautions and instructions…
Just waiting to develop antibodies so that we can donate our plasma… 🙂🙂💪🏼💪🏼— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020