বাহুবলী ২ -তে দীপিকা থাকছেন?

না! যা ভাবছেন, একেবারেই তেমনটা হবে না।গত কয়েকদিন ধরে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল নয়া জল্পনা— ‘বাহুবলী ২’-তে নাকি অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন! কিন্তু এই খবর একেবারেই অসত্য।
‘বাহুবলী ২’ ইউনিটের এক সদস্য সম্প্রতি বলেছেন, ‘‘আমাদের কানে যখন প্রথম খবরটা এল, আমরাও যথেষ্ট অবাক হয়েছিলাম। এটা পুরোপুরি গুজব। এই গুজবের উৎস কোথায়, তাও আমরা জানি না।’’
প্রভাস এবং অনুষ্কা শেট্টিকে নিয়ে ‘বাহুবলী ২’-র শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিচালক এস এস রাজামৌলির তত্ত্বাবধানে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে তুমুল ব্যস্ততা। তার মধ্যে এই গুজবে হতবাক গোটা ইউনিট।
২০১৭-এর ১৪ এপ্রিল মুক্তি পেতে পারে ছবিটা। সাফল্যের দৌড়ে এই সিক্যুয়েল ‘বাহুবলী ১’-কেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রযোজকদের।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *