ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়াইয়ে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। সেই লড়াইয়ে অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়া
ম্যাচের ৮ মিনিটের সময় গোল করেন ইংল্যান্ডের কিয়েরান ট্রিপ্পিয়ার। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। কিন্তু গোলের দেখা পায়নি লুকা মদ্রিচের দল।
Read More News
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও গোল থেকে বঞ্চিত হতে হয় তাদের। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। দলের পক্ষে সেই গোলটি করেন ইভান পেরিসিচ।
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ১-১ গোলের ড্র নিয়েই নির্ধারিত সময়ের খেলা শেষ করে। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথামার্ধে গোলের দেখা পায়না দুই দলের কেউ। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের ১০৯ মিনিটের মাথায় ২-১ গোলে এগিয়ে যায় লুকা মদ্রিচরা। ক্রোয়েশিয়ার পক্ষে এই গোল করেন মারিও মান্দজুকিচ। আর এই গোল থেকেই জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার।