পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুরে একটি রেস্তোরাঁয় হামলা চলিয়েছে সন্ত্রাসীরা। এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করো হচ্ছে।
জানা যায়, হঠাৎ করে রেস্তোরাঁর মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে হামলাকারীরা। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বাড়িটির দু’টি তলাতেই হামলা চালানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের খোঁজে তল্লাশি চলছে।
Read More News
এদিকে, ওয়াগাদুগুতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এ ঘটনার পেছনে আইএসের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।