এবারের বৈশখে ঢাকার মঞ্চে কোমর দোলানোর সম্ভাবনা রয়েছে বলিউড সুপারস্টার কারিনা কাপুররে। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ শিরোনামের এ মেগা কনসার্টের আয়োজক অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী এমনটাই জানিয়েছেন।
তিনি বলেন, ইতোমধ্যে কারিনার সঙ্গে আমরা কয়েক দফা মিটিং করেছি। আশা করি সামনের বৈশাখেই কনসার্টটি করতে পারবো । আমরা এপ্রিল মাস ধরেই এগুচ্ছি। আশা করি, এবার আর সমস্যা হবে না।’
Read More News
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে নিরাপত্তার অজুহাতে কনসার্টটি বাতিল করে ঢাকার পুলিশ প্রশাসন।