ভালোবাসায় বসন্ত

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি
তবুও ফুটেছে জবা,দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক
Read More News

বাংলার ঋতু বৈচিত্র্যের উল্লেখযোগ্য ঋতু বসন্ত। তাই এ ঋতুকে বলা হয় ঋতুরাজ। বঙ্গাব্দের শেষ দু’মাস ফাল্গুন ও চৈত্র মিলিয়ে বসন্ত ঋতু। বাংলার প্রকৃতি, ভাষা, সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের বড় স্থান দখল করে আছে বসন্ত।
প্রতিটি মানুষের হৃদয়ে দৈনন্দিন জীবনে ঘটমান বসন্ত স্মৃতি ও অনুভূতি জাগ্রত হয়ে থাকে। বসন্ত আসে আবেগঘন ও বর্ণিল আনন্দ বার্তা নিয়ে। কবি সাহিত্যিকরা বসন্তের রঙকে হলুদ রং হিসেবে আখ্যায়িত করেছেন। তাই গায়ে হলুদ আর বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে হাতে হাত রেখে বসন্তের এই আগমনী দিনে বেড়িয়ে পড়েন তরুণ-তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ।
আজ ফাল্গুন, আজ বসন্ত। তাই উৎসবের রঙে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চ, লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, উত্তরার রবীন্দ্র সরণির উন্মুক্ত মঞ্চসহ সারা দেশের আনাচকানাচ। এসব উৎসবমালায় থাকছে যন্ত্রসংগীত, বসন্তকথন পর্ব, প্রীতি বন্ধনী, আবির বিনিময়, আবৃত্তি, সংগীত, নৃত্য এবং আদিবাসীদের ও শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা। দেশের বরেণ্য শিল্পীবৃন্দসহ আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে এসব অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *