পপ স্টার রিহানা ‘কিস ইট বেটার’ গানের মিউজিক ভিডিওর জন্য সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই মিউজিক ভিডিওর কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন ভক্তদের জন্য।
রিহানার সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘অ্যান্টি’ অ্যালবামের ‘নিডেড মি’ ও ‘কিস ইট বেটার’ বিশ্বজুড়ে রেডিও স্টেশনগুলোতে সম্প্রচারের অনুমতি দিয়েছেন। পাশাপাশি ‘কিস ইট বেটার’ এর একটি প্রমোশনাল ভিডিও শেয়ারিং ক্লায়েন্ট ভেভো-তে বৃহস্পতিবার দুপুরে ছাড়ার কথা রয়েছে।
সেই ভিডিও থেকে কিছু স্থির চিত্র দিয়ে নিজের ভক্তদের আরো তাতিয়ে দিয়েছেন রিহানা। ছবিতে দেখা যায় একটি পাতলা অর্ধস্বচ্ছ চাদরের নিচে সম্পূর্ণ নগ্ন রিহানা। অর্ধস্বচ্ছ কাপড়ের নিচে রিহানার পুরো দেহটাই দৃশ্যমান।