‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ শুরু হচ্ছে

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসর।

প্রথম চ্যাম্পিয়ন হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমির নাম ঘোষণা করা হয়, পরপরই পড়তে ভুল হয়েছে অভিযোগ চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের। কিন্তু এভ্রিলের বিরুদ্ধে বিয়ে করে তথ্য গোপন করার অভিযোগ উঠলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।
Read Our More News
এসব ঘটনার পর অনেকেই ভাবতে শুরু করছিলেন এবার আর হয়তো দেশে বসছে না ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আসর। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে, অন্তর শোবিজের চেয়ারম্যান ও বাংলাদেশে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র ফ্রাঞ্চাইজি ওনার স্বপন চৌধুরী বলেন, ‘চিন্তার কিছু নেই। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা অবশ্যই হবে। ঘোষণাও আসছে।’

তিনি জানিয়েছেন, এবার নাম নিবন্ধন শুরু হবে আগস্ট থেকে। তবে যাবতীয় কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *