ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন হুঁশিয়ারি দিয়েছেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে কোনো নাগরিককে লাঞ্ছিত করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
Read More News
মেয়র বলেন, রায়কে ঘিরে যদি কোনো নাগরিককে লাঞ্ছিত করা হয়, কারও গায়ে আঁচড় দেওয়া হয় বা আহত করা হয়, আমরা কাউকে ছাড় দেবে না। তিনি আরও বলেন, কোনো নাগরিককে আহত করলে আমরা তাদের বাসায় চলে যাব। কোনো অন্যায়কে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না।