যত দোষ গরু খেলে ‘মমতা’

ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার জনসমাবেশে দাঁড়িয়ে জনসভায় মমতা জানান, তিনি সংখ্যালঘুদের পাশে ছিলেন‚আছেন‚থাকবেন। এ ছাড়া ওই জনসভায় তীব্র ভাষায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাগল মুরগিতে দোষ নেই‚যত দোষ গরু খেলে।
Read More News

সভায় মমতা ভারতের গুজরাট রাজ্যে নির্যাতিত দলিতদের প্রসঙ্গ তুলে বলেন, ছাগল মুরগি খেলে দোষ নেই। গরু খেলেই দোষ! কেউ নিরামিষ খান। তাই বলে যাঁরা আমিষ খান তাঁদের আক্রমণ করবেন? শাড়ি-ধুতিতে দোষ নেই। যত অপরাধ সালোয়ার-কামিজ আর লুঙ্গিতে?

নাম না ধরেই বিজেপির বিশেষায়িত দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের (আরএসএস) সম্পর্কেও কথা বলেন মমতা। তিনি বলেন, ভারতবাসী কী পরবে, কী খাবে‚সেগুলো ঠিক করে দেবে একদল লোক?

কথার আক্রমণ বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *