মাত্র ৮ ওভার ব্যাটিং করে ৯ উইকেটের বিশাল ব্যবধানের এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে নাঈম ইসলাম, শহীদ আফ্রিদিদের রংপুর। খুলনা টাইটানসকে মাত্র ৪৪ রানেই গুটিয়ে দেওয়ার পর রংপুর রাইডার্সের জয়টা ছিল শুধুই সময়ের ব্যাপার। কাঙ্ক্ষিত সেই জয়টা তুলে নিতে খুব বেশি সময়ও নেননি রংপুরের ব্যাটসম্যানরা।
Read More News
৪৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬ রান যোগ করেছিলেন রংপুরের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার। তৃতীয় ওভারে শেহজাদ ১৩ রান করে আউট হয়ে গেলেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি রংপুরের। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে মাত্র ৮ ওভার ব্যাটিং করেই। ১৫ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন। সৌম্য করেছেন অপরাজিত ১৩ রান।