রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা হত্যার প্রতিবাদে শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে চারটায় লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক-সাংবাদিক-সাংস্কৃতিককর্মীর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সবাইকে অংশগ্রহণের আহবান জানিয়ে বলা হয়, আবারো জাতিগত শুদ্ধি অভিযানের মুখোমুখি পৃথিবীর সবচেয়ে বিপন্ন জাতিগোষ্ঠী রোহিঙ্গা জনগণ। গত দুই দিনে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানে ৮ শতাধিক মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার নিরুপায় মানুষ তাদের জীবন বাঁচাতে কড়া নাড়ছেন বাংলাদেশের দরজায়।
Read More News
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি আমাদের কাছে যেন একজন বিপন্ন মানুষও উপেক্ষিত না হয়। পাশাপাশি মিয়ানমার সরকারের উপর জোরদার চাপ তৈরি করতে হবে যাতে তারা রোহিঙ্গাদের হত্যা ধর্ষণের মত মানবতাবিরোধী কাজ থেকে নির্বৃত্ত হয়।