শনিবার থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বিকেল থেকেই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
Read More News

আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ সারা দেশেই বেড়েছে ঠাণ্ডার এই দুর্ভোগ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মাঝরাত থেকে সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। যা চলবে কমপক্ষে তিন থেকে পাঁচদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *