শাহরুখের সামনে কেন কেঁদে ফেললেন সানি?

বলিউড জার্নিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তাঁর কাছে স্বপ্নের মতো। আর সেই কাজটাই করতে গিয়ে নাকি বোকার মতো আচরণ করেছিলেন সানি লিওন! আর একথা শেয়ার করলেন নায়িকা নিজেই।
বিষয়টা ঠিক কী?
Read More News

শাহরুখের আসন্ন ছবি ‘রইস’-এ একটি আইটেম নম্বরে দেখা যাবে সানিকে। সে প্রসঙ্গে সানি বলেছেন, ‘‘প্রত্যেকদিন যে স্বপ্নটা দেখতাম, শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে সেটাই পূরণ হল। এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে মেকআপ করতে করতে চোখে জল এসে গিয়েছিল। শাহরুখ ভীষণ ভাল মানুষ এবং প্রফেশনাল। আমি এতটাই বোকা যে, ওঁনার সামনে গিয়ে অভিনয় করতে লজ্জা পাচ্ছিলাম।’’
শুটিং শেষ হয়ে গেলেও এখনও শাহরুখ খানের ঘোরে রয়েছেন সানি। প্রায় সব সময়ই সেই অভিজ্ঞতার কথা মনে পড়ছে তাঁর। সানির দাবি, এই প্রথম কোনও অভিনেতার জন্য আবেগে প্রায় কেঁদে ফেলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *