গত সপ্তাহে একটি তিমিকে প্রশান্ত মহাসাগরে ভেসে উঠতে দেখা গেছে যার নাম বিজ্ঞানীরা ‘গ্র্যানি’ দিয়েছেন। বিজ্ঞানীদের ধারনা সবচেয়ে বেশি বয়সী তিমি এটি।
Read More News
ওয়াশিংটন উপকূলের তিমি পর্যবেক্ষণকারীরা তিমিটির বয়স ১০৫ বছর ধারনা করছেন। গত কয়েক দশক ধরেই বিজ্ঞানীরা গ্র্যানিকে পর্যবেক্ষণ করছেন। এই ধরনের তিমিরা সাধারণত ৫০ থেকে ৬০ বছর বাঁচে। কিন্তু কিছু কিছু তিমি ১০০ বছর পর্যন্তও বাঁচে। গ্র্যানিকে সর্বপ্রথম ১৯৭১ সালে শনাক্ত করা হয়, তখন তার বয়স ছিল ৬০। তবে বর্তমানে গ্র্যানির বয়স ৯০ থেকে ১০০ এর বেশিই হবে।