সালমান খান হোম আইসোলেশনে

বলিউড সুপারস্টার সালমান খান হোম আইসোলেশনে রয়েছেন। আপাতত সুস্থই আছেন এই অভিনেতা। তবে তাঁর গাড়িচালকসহ বাড়ির আরো দুই কর্মচারী সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নিয়ম মেনে অভিনেতাসহ তাঁর পরিবারের বাকি সদস্যরাও সংক্রমণ আটকানোর জন্য আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। আক্রান্ত কর্মচারীরা মুম্বাইয়ের একটি হাসপাতালে এখন চিকিৎসাধীন।

কর্মচারীদের অসুস্থতার কথা জানতে পেরেই তৎক্ষণাৎ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেন সালমান। তারপরই পরিবারসহ নিজেও নিভৃতবাসে থাকার সিদ্ধান্ত নেন। আগামী কয়েক দিনের মধ্যেই সালমানের মা-বাবা অর্থাৎ সালমা এবং সেলিম খানের বিবাহবার্ষিকী। ধুমধাম করে তা পালনের পরিকল্পনাও ছিল খান পরিবারের। করোনার জেরে আপাতত তা স্থগিত রাখা হয়েছে।
Read More News

সম্প্রতি টিভি রিয়্যালিটি শো ‘বিগ বিস’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কেটেছে সালমানের। আইসোলেশনে যাওয়ার পর ওই শোয়ের বাকি পর্বগুলোর শুটিং তিনি কীভাবে করবেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *