ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।
বেলা ১১টার দিকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) হঠাৎ করে হৃদক্রিয়া বোঝা যাচ্ছিল না, তখন চিকিৎসকরা জরুরি ভিত্তিতে আবারও আইসিইউতে নিয়েছেন।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তবে এরপর অবস্থার কিছুটা উন্নতি ঘটে। এজন্য তাঁকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বলে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
Read More News
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন। এরপর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সেখান থেকে তাঁকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।