সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার মধ্যরাতের (১২টা) পর কোনো বহিরাগতকে নগরীতে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। কর্মজীবী ও নিয়মিত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে থাকতে পারবে না এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
সোমবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সুষ্ঠু করতে এই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ২৭ জুলাই (শুক্রবার) মধ্যরাতের (১২টা) আগে নগরীতে যেসব বহিরাগত আছেন, তাদেরকে নগরী ত্যাগ করতে হবে।
Read Our More News
নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকাল থেকে বহিরাগতদের নগরী ছাড়তে দেখা গেছে। আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতেও পর্যটক বা ভ্রমণপিয়াসীদের বুকিং বন্ধ রয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।