অবশেষে নিউজিল্যান্ডের সাদা বলের স্থায়ী অধিনায়ক হলেন মিচেল স্যান্টনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কেইন উইলিয়ামসনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
মূল অধিনায়কদের অনুপস্থিতিতে ২০২০ সালে থেকে এ পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডেতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া স্যান্টনার স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম নেতৃত্ব দিবেন এ মাসের শ্রীলঙ্কা সিরিজে।
অধিনায়কত্বের পূর্ণকালীন দায়িত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত স্যান্টনার।
Read More News
তিনি বলেন,‘আমার জন্য খুব সম্মানের এটি। ছেলেবেলায় স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের হয়ে খেলার, তবে আনুষ্ঠানিকভাবে দুই সংস্করণে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াটা বিশেষ কিছুই। এটা নতুন চ্যালেঞ্জ, সাদা বলের ক্রিকেটে সামনের গুরুত্বপূর্ণ কিছু সময়ের কথা ভেবে আমি রোমাঞ্চিত।’
টেস্ট অধিনায়ক লাথামের পরিবর্তে স্যান্টনারকে অধিনায়ক করার ব্যাপারে হেড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, টেস্ট অধিনায়ক টম ল্যাথামের দায়িত্ব আর না বাড়ানোর বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করেছি।
সাদা বলের দুই ফরম্যাটেই মিচেল স্যান্টনার প্রথম পছন্দের খেলোয়াড়।
স্টিড বলেন, ‘টম লাথামের মতো একজন অভিজ্ঞ এবং দক্ষ অধিনায়ক আমাদের দলে আছে, যিনি তিনটি ফরম্যাটেই চমৎকার নেতৃত্ব দিয়েছেন। অক্টোবর থেকে টেস্ট দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর টম দারুণ কাজ করছে। আমরা চাই সে এই দায়িত্বে পুরোপুরি মনোযোগ দিক।
’
‘মিচ (স্যান্টনার) দারুণ একজন খেলোয়াড়। সে অত্যন্ত শান্ত এবং স্থির। এবং ড্রেসিং রুমে তার প্রতি সবার গভীর শ্রদ্ধা রয়েছে, যা তার জন্য ইতিবাচক হবে।’
‘তার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে এবং গত মাসে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ভালো করেছে। ফলে নেতৃত্বটা সে ভালোভাবেই বোঝে।
আমি নিশ্চিত মিচ (স্যান্টনার) তার নিজস্ব চিন্তা ও নেতৃত্বের ধরণ ভালো কিছু নিয়ে আসবে।’