মাহি ও শাওনের বিয়ের কাবিননামা আদালতে

আজ মঙ্গলবার চিত্রনায়িকা মাহিয়া মাহির কথিত স্বামী শাহরিয়ার ইসলাম শাওনের সঙ্গে ‘বিয়ের কাবিননামা’ আদালতে দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে শাওনের আইনজীবী বেলাল হোসেন এ কাবিননামা দাখিল করেন।

কাবিননামায় মাহির নাম শারমীন আক্তার নিপা ওরফে মাহিয়া দেওয়া হয়েছে। এতে চার লাখ টাকা দেনমোহরানা ধার্য করা হয়। বিয়ের তারিখ ১৫ মে ২০১৫ সাল।
Read More News

বিয়ে সম্পর্কে আইনজীবী আদালতকে জানান, ২০১৫ সালের ১৫ মে মাহিয়া মাহির সঙ্গে পারিবারিকভাবে শাওনের বিয়ে হয়। রাজধানীর বাড্ডার কাজী অফিসের কাজী মোহাম্মাদ সালাহউদ্দিন এই বিয়ে পড়ান। তাই বাদীনি মাহি তার বৈধ স্ত্রী। মুসলিম আইন অনুযায়ী স্বামী বর্তমান থাকায় স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারেন না। যদি স্বামী থাকা অবস্থায় কোন মেয়ে আরেকটা বিয়ে করে সেটা ফৌজদারি অপরাধ।

এরআগে আসামি শাওনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন গোয়েন্দা পুলিশে এসআই সোহরাব মিয়া। এসময় শাওনের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

বিচারক বলেন, আমার আদালতে জামিন শুনানির এখতিয়ার নেই। আমি শুধু রিমান্ডের আদেশ দেব। পরে বিচারক রিমান্ডের আবেদন খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *